বাকেরগঞ্জে বাল্কহেড ডুবি, তিন দিন পর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ

৫ জুন, ২০২২, ১ year আগে

বাকেরগঞ্জে বাল্কহেড ডুবি, তিন দিন পর লাশ উদ্ধার

বরিশালের বাকেরগঞ্জে নিঁখোজের ৩ দিন পর বাল্কহেডের ইঞ্জিন রুমে আটকে পড়া মিলনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯ টায় ডুবুরিয়া বলগেটের ইঞ্জিন রুমের ভেতর থেকে তার লাশ উদ্ধার করেন।

জানা যায়,বহস্পতিবার ২ জুন (বৃহস্পতিবার) ভোর রাতে বাকেরগঞ্জের তুলাতলা নদীতে বালুভর্তি বাল্কহেড এমভি সালেহ-২ ডুবে শ্রমিক মিলন মোল্লা (২০) নিখোঁজ হয়। নিখোঁজ মিলন মোল্লাকে উদ্ধার করতে বরিশাল ও বাকেরগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরিরা তিন দিন চেষ্টা করেও ব্যর্থ হয়।

অবশেষে তাকে উদ্ধার করতে শনিবার ঢাকা থেকে মোঃ নজরুল ইসলামের নেতৃত্ব তিন সদস্যের ডুবুরি দল আসে। শনিবার রাত সাড়ে ৯টায় ডুবুরি মোঃ আবুল বাসার পানির নিচে থাকা বলগেটের ইঞ্জিন রুম থেকে নিঁখোজ মিলন মোল্লার লাশ উদ্ধার করেন।

বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ আব্দুল কুদ্দুস জানান, উদ্ধার হওয়া মিলনের লাশ বাকেরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ প্রয়োজনীয় তদন্ত কাজ শেষ করে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে। নিহত মিলন মোল্লা উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হীরাধর গ্রামের কালাম মোল্লার ছোট ছেলে।

পত্রিকা একাত্তর / ইমাম হোসেন রিদয়

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news