করোনার টিকাদান কার্যক্রম জোরদারের লক্ষ্যে হাট-বাজারে প্রচারণা

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৬ জানুয়ারী, ২০২২, ২ years আগে

করোনার টিকাদান কার্যক্রম জোরদারের লক্ষ্যে হাট-বাজারে প্রচারণা

নীলফামারীর ডোমারে করোনাভাইরাস (কোভিড-১৯) টিকাদান কার্যক্রম জোরদার করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন হাট-বাজারে প্রচারণা কর্মসূচি পরিচালনা করেছে ডোমার উপজেলা স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (৬ই জানুয়ারী) সকাল থেকে ডোমার উপজেলার বোড়াগাড়ি বাজার সহ বিভিন্ন হাট-বাজারে প্রচারণা কর্মসূচি পরিচালনা করে স্বাস্থ্য বিভাগ। প্রচারণা চালান– ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তপন কুমার রায় এবং স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান জানান, ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী'র নির্দেশনায় উপজেলায় করোনার টিকাদান কার্যক্রম জোরদারের লক্ষ্যে বিভিন্ন হাট-বাজারে প্রচারণা কর্মসূচি শুরু হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কোভিড-১৯ টিকা গ্রহনে উদ্ধুদ্ধ করণে ও প্রচার-প্রচারণায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ প্রতিরোধে ডোমার উপজেলায় এখন থেকে ১৮ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকা প্রদান করা হচ্ছে। সকল স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাদের জাতীয় পরিচয়পত্র থাকবে না, তাদের শুধুমাত্র মোবাইল নম্বর দিয়েই টিকা প্রদান করা হবে। এছাড়া ষাটোর্ধ্ব বয়সের সকল টিকা গ্রহণকারীদের ৬ মাস পূর্ণ হলে মোবাইলের ক্ষুদ্র বার্তা দেখিয়ে বুস্টার ডোজ প্রদান করা হচ্ছে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news