বীরমুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ওপর দুর্বৃত্তদের হামলা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

৩ জুন, ২০২২, ১ year আগে

বীরমুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ওপর দুর্বৃত্তদের হামলা

দিনাজপুরের চিরিরবন্দরে তাজপুর গ্রামে জমি-জমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুর্বত্তদের হামলায় স্বপরিবারে গুরুতর আহত হয়ে এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন বীর মুক্তিযোদ্ধা আহমেদ নাসির উদ্দিন।

এ ঘটনায় তার ছেলে তৌহিদুল ইসলাম ও ছেলের স্ত্রী শারমিন আক্তার হামলায় আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। ভুক্তোভোগী পরিবার জানান, গেল ২৯ মে বাড়ির সামনে নারিকেল গাছ থেকে নারিকেল পারার সময় পূর্ব পরিকল্পনাভাবে অজ্ঞাতনামা ৪-৫জন লাঠিসোটা, লোহার রড, ধারালো ছুরি দিয়ে এলোপাথারী হামলা চালায়।

হামলাকারীদের আঘাতে শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয় বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন।এসময় প্রতিবাদ করতে গেলে তার ছেলের উপর হামলা চালানোর পাশাপাশি ছেলের স্ত্রীর তলপেটে লাথি মেড়ে তার শরীরের বিভিন্ন স্থানে কিলঘুষি মেড়ে মাটিতে ফেলে রেখে যায় হামলাকারীরা।

ঘটনার পর ঐ দিন ই দিনাজপুর চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ।এদিকে মামলা তুলে নিতে মেরে ফেলার হুমকিধামকিসহ বিভিন্নভাবে চাপ দিয়ে আসছে হামলাকারীরা বলে দাবী জানান ভুক্তোভোগীরা।

এ ঘটনায় প্রধানমন্ত্রীসহ প্রশাসনের দৃষ্টি কামনা করে ন্যায্য বিচারের দাবী জানিয়েছেন আহত বীর মুক্তিযোদ্ধা। এ বিষয়ে জানতে চাইলে চিরিবন্দর থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ বলেন উক্ত ঘটনায় ভুক্তোভোগীর দায়েরকৃত মামলা তদন্তাধীন আছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনেরও আশ্বাস প্রদান করেছেন তিনি।

একইসাথে একজন বীরমুক্তিযোদ্ধার উপর এমন হামলার ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে দু:খ প্রকাশ করেন অফিসার ইনচার্জ বজলুর রশিদ।

পত্রিকা একাত্তর /আরমান হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news