সাপাহারে ইউপি নির্বাচনে আ'লীগ-৫, বিদ্রোহী-১ নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৬ জানুয়ারী, ২০২২, ২ years আগে

সাপাহারে ইউপি নির্বাচনে আ'লীগ-৫, বিদ্রোহী-১ নির্বাচিত

নওগাঁর সাপাহার উপজেলার ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ'লীগ নৌকা ৫ ও বিদ্রোহী আনারশ ১ নির্বাচিত হয়েছে।

৫ জানুয়ারি বুধবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসার রেজাউল ইসলাম স্বাক্ষরিত বেসরকারিভাবে ফলাফল ঘোষণা অনুযায়ী ১ নং সাপাহার সদর ইউপি মোঃ সাদেকুল ইসলাম (নৌকা) ৯,১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহফুজুল হক বাবু (ঘোড়া) পেয়েছেন ৩,৪৬৫ ভোট।

২ নং গোয়ালা ইউপি মোঃ কামরুজ্জামান (নৌকা) ১১,০১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুখলেসুর রহমান মুকুল (মোটরসাইকেল) পেয়েছেন ৮,২১৭ ভোট।

৩ নং তিলনা ইউপি মোঃ মোসলেম উদ্দীন (নৌকা) ৮,২৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু শাহরিয়ার সরদার (আনারস) পেয়েছেন ৬,১৭৩ ভোট।

৪ নং আইহাই ইউপি মোঃ জিয়ারুজ্জামান টিটু (আনারস) ৭,১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হামিদুর রহমান (নৌকা) পেয়েছেন ৬,৫৭৮ ভোট।

৫ নং পাতাড়ী ইউপি মোঃ জাহাঙ্গীর আলম (নৌকা) ৮,৬৯৯ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুকুল মিয়া (আনারস) পেয়েছেন ৪,৪৮৫ ভোট।

৬ নং শিরন্টি ইউপি মোঃ বোরহান উদ্দীন (নৌকা) ৮,৫৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল বাকি (মোটরসাইকেল) পেয়েছেন ৬,২৫৬ ভোট।

উল্লেখ থাকে যে উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন সাংবাদিকদের জানান আমি উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে পরিদর্শন করেছি খুব শান্তিপ্রিয় ভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে কোথাও কোনো প্রকার বিশৃংখলার সৃষ্টি হয়নি এত সুন্দর নির্বাচন উপহার পেয়ে সকল প্রার্থীগণ আমাকে ধন্যবাদ জানিয়েছেন।

পরিশেষে তিনি জনগনের রায়ে নির্বাচিত সকল প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং পরাজিতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news