বিরামপুরে চোরাই অটোরিকশা উদ্ধার আটক দুই

জেলা প্রতিনিধি, দিনাজপুর

১ জুন, ২০২২, ১ year আগে

বিরামপুরে চোরাই অটোরিকশা উদ্ধার আটক দুই

বিরামপুরে চোরাই অটোরিকশা সহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ১.নাহিদ হাসান (২৭)। সে চিলমারী থানার ছোটকুষ্টারী গ্রামের গোলাম মোস্তফার ছেলে।২.বেলাল হোসেন (৪০)। সে বিরামপুর থানার বলরামপুর গ্রামের মৃত তফিজ উদ্দিন ছেলে।

তারা উভয়ে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য।থানা সূত্রে জানা যায় বুধবার (৩১ মে) ভোরবেলায় বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে পেনাল কোড সংক্রান্তে বিরামপুর পোষ্ট অফিসের সামনে থেকে যাত্রী বেশে অটোরিকশা ভাড়া নেয় চোরেরা।

তার কিছুক্ষন পর ডাইভারের সাথে সখ্যতা তৈরি করে কৌশলে কোমল পানীয়ের সাথে চেতনা নাশক ঔষধ সেবন করিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোন ও অটোরিকশা চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে মোবাইল নাম্বার ব্যবহার করে অটোরিকশা ফেরৎ দেওয়ার শর্তে চাঁদা দাবি করে।

এ ঘটনায় কুড়িগ্রাম জেলার চিলমারী থানার থানা হাটি ইউনিয়নের মাটিকাটা মোড়ের মধ্যে অবস্থিত তদন্তে প্রাপ্ত ধৃত আসামী নাহিদ হাসান এর মালিকানাধিন মা অটো মিশুক সেলস সার্ভিস সেন্টার হতে বাদী(রিপন সাহা) চুরি হওয়া অটোরিক্সা সহ উলিপুর থানা পুলিশের সহায়তায় আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের মূল আসামী বেলাল হোসেনকে গ্রেফতার করা হয়।

আসামি বেলালের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ০৮ টি মামলা বিচারাধীন আছে। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। উদ্ধারকারী অফিসার এসআই নুর আলম সিদ্দিক ও সঙ্গীয় অফিসার ফোর্স।

পত্রিকা একাত্তর /এবিএম মুছা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news