হাঁসের ঘর থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

১ জুন, ২০২২, ১ year আগে

হাঁসের ঘর থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় হাসের ঘর থেকে ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। বুধবার (১ জুন) সকাল ৭টার দিকে শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের আবদুর রাজ্জাক হাওলাদারের বাড়ির হাসের খোপ থেকে সিপিজির (কমিউনিটি প্যাট্রোলিং গ্রুপ) সদস্যরা অজগরটি উদ্ধার করেন। পরবর্তীতে অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

বাড়ির মালিক আবদুর রাজ্জাক হাওলাদার বলেন, সকালে হাঁস-মুরগির অস্বাভাবিক ডাক শুনে খোপের মুখ খুলে দেখতে পাই একটি অজগর শুয়ে রয়েছে। পরবর্তীতে সিপিজি‘র সদস্যদের খবর দিলে তারা এসে অজগরটি উদ্ধার করে। আমাদের তিনটি রাজহাঁস ও একটি পাতি হাঁস খেয়ে ফেলেছে অজগরটি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান বলেন, লোকালয় থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। অজগরটি ১২ ফুট লম্বা এবং ওজন প্রায় ১৬ কেজি। অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

পত্রিকা একাত্তর /আবু তালেব

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news