ডোমারে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৩১ মে, ২০২২, ১ year আগে

ডোমারে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

‘তামাক মুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে পালিত হয়েছে বিশ্ব তামাক মুক্ত দিবস।

মঙ্গলবার (৩১শে মে) সকাল ১১টায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‍্যালী হাসপাতাল এলাকার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী।

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও প্রসিকিউটিং অফিসার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মো. আল-আমিন রহমানের সঞ্চালনায় তামাক মুক্ত দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তপন কুমার রায়, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আবুল আলা, ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দীন প্রমূখ।

আলোচনা সভায় ডোমার উপজেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরা হয়। এছাড়া তামাকের ক্ষতিকর দিক, তামাক মুক্ত আইন বাস্তবায়নে কঠোরতা, জরিমানা ও করণীয় সম্পর্কিত বিস্তারিত আলোচনা করেন বক্তারা।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news