ডোমারের প্রাইভেট ক্লিনিকে অভিযান, জরিমানা আদায়

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৩১ মে, ২০২২, ১ year আগে

ডোমারের প্রাইভেট ক্লিনিকে অভিযান, জরিমানা আদায়

নীলফামারীর ডোমারে অবস্থিত বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে আজ। উপজেলা শহরের ৬টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩টিতে মেয়াদোত্তীর্ণ কীট, রিয়াজন ও ঔষধপত্র সংরক্ষণ এবং বর্জ্যের অব্যবস্থাপনার কারণে ৩টি হাসপাতালকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০শে মে) দুপুর থেকে উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জায়িদ ইমরুল মোজাক্কিনের নেতৃত্বে সদরে অবস্থিত প্রাইভেট ক্লিনিকে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

মেয়াদোত্তীর্ণ ঔষধ ও রিয়াজন রাখার অপরাধে ‘হেলথ কিউর হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ এর মালিককে ১০ হাজার টাকা, ‘ফ্রেন্ডস হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ এর মালিককে ১০ হাজার টাকা ও বর্জ্য ব্যবস্থাপনা সঠিক না থাকায় ‘ডক্টরস ক্লিনিক এন্ড নার্সিং হোম’ এর মালিককে ১০ হাজার টাকা সহ মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তপন কুমার রায়, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আবুল আলা।এছাড়া প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান। সেইসাথে ডোমার থানার পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি দল আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জায়িদ ইমরুল মোজাক্কিন জানান, অত্র উপজেলায় অনিবন্ধিত হাসপাতাল, বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সম্পর্কিত প্রতিষ্ঠান বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে সকলকে সতর্ক করা হয়। হাসপাতালের পরিবেশ সুন্দর রেখে রোগীদের সঠিক সেবা নিশ্চিতে অভিযান চলমান থাকবে।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news