মহাসড়কে অভিযান চালিয়ে সিএনজি আটক, জরিমানা আদায়

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

৩০ মে, ২০২২, ১ year আগে

মহাসড়কে অভিযান চালিয়ে সিএনজি আটক, জরিমানা আদায়

চন্দনাইশ উপজেলার উপর দিয়ে যাওয়া ব্যস্ততম সড়ক অংশে মোবাইল কোর্ট পরিচালনা করে ১১ টি সিএন জি জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

সোমবার (৩০ মে) বিকেল ৩টা নাগাদ মহাসড়কে নিষিদ্ধ থ্রি-হুইলার আটকের অভিযানে নামে উপজেলা প্রশাসন। চন্দনাইশ পৌরসভা ও হাশিমপুর ইউনিয়নে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। পরে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে আটককৃত প্রতিটি সিএনজি অটোরিকশাকে ২০০০/- করে অর্থদণ্ড প্রদান করা হয়। এতে ১১টি সিএনজি অটোরিকশা থেকে মোট ২২০০০/- জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, মহাসড়কে দ্রুত এবং ধীরগতির বাহন একসাথে চলাচল সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। মহাসড়কে যাতে সিএনজি চালিত অটোরিকশা চলতে না পারে সেজন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা রয়েছে।

তবে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এ ধরনের যানবাহন ঝুঁকিপূর্ণভাবে মহাসড়কে চলাচল করছে। তাই চন্দনাইশ উপজেলা প্রশাসন কর্তৃক মহাসড়কে থ্রিহুইলার সিএনজি অটোরিকশা চলাচল রোধে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হবে।

পত্রিকা একাত্তর /ইসমাইল ইমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news