টেকনাফে ৩ টি ডায়াগনেস্টিক সেন্টার সীলগালা

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩০ মে, ২০২২, ১ year আগে

টেকনাফে ৩ টি ডায়াগনেস্টিক সেন্টার সীলগালা

কক্সবাজারের টেকনাফে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ডায়াগনেস্টিক সেন্টার সীলগালা ও একটি বেসরকারী হালপাতালসহ দু'টি ডায়াগনেস্টিক সেন্টারকে দেড় লক্ষ টাকা জরিমানা প্রদান করেছে।

রোববার (৩০ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরীর নেতৃত্বে স্বাস্থ বিভাগের যৌথ টীম উপজেলার হ্নীলা ইউনিয়ন ও পৌর শহরে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে থাকা টেকনাফ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল জানান,টেকনাফ হাসপাতাল গেইটে নাফ ভিউ প্যাথলজি ও অনুমোদন বিহীন নাম সর্বস্ব একটি এলএমএফ কোর্স প্রতিষ্টানসহ হ্নীলা ইউনিয়নের হ্লেদা হেলথ কেয়ার ডায়াগনেস্টিক সেন্টার নামের অনুমোদন বিহীন তিনটি প্রতিষ্টানকে সীলগালা করে দেয়া হয়েছে।

অপরদিকে টেকনাফ পৌর শহরের হাসপাতাল গেইটে নাফ মেরিন সিটি হসপিটাল ও নাফ সীমান্ত প্যাথলজি এবং হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকায় সীমান্ত ল্যাবকে অব্যবস্থাপনা ও লোকবল সংকটের দ্বায়ে প্রতিটিকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও মেরিন সিটি হসপিটালকে অনুমোদন সংক্রান্ত কাগজ পত্র ও লোকবল সংকট নিরসনে ২ মাসের সময় বেঁধে দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক জানান,- সময় সল্পতা ও লোকবল সংকটের কারনে আদালতের বেঁধে দেয়া সময়ের মধ্যে অভিযান শেষ করা যাচ্ছেনা। স্বাস্থ্য সেবার নামে ধোঁকাবাজি বন্ধ করতে এই অভিযান চলমান থাকবে।

অভিযানে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল, মেডিকেল অফিসার ডা. প্রণয় রুদ্র, স্যানেটারী ইন্সপেক্টর সোহরাব হোসেন ও টেকনাফ থানা পুলিশের একটি টিম উপিস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর /মোস্তাক আহমদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news