গ্যাস সিলিন্ডার ক্রসফিলিং'র অভিযোগ, জরিমানা আদায়

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

৩০ মে, ২০২২, ১ year আগে

গ্যাস সিলিন্ডার ক্রসফিলিং'র অভিযোগ, জরিমানা আদায়

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নে মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও ক্রস ফিলিংয়ের দায়ে একজনকে আটক ও এক লাখ টাকা জরিমানা আদায়ের সংবাদ পাওয়া গেছে।

ঘটনার বিবরণে জানা যায় ২৯ শে মে সোমবার সকাল ১১.৩০টায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

মোবাইল কোর্টের অভিযানে উপজেলার বৈলতলী ইউনিয়নের বশরতনগর এলাকার একটি গুদাম ঘরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ক্রস ফিলিং-এর ঘটনা উদঘাটিত হয়। এসময় ৮০টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ক্রস ফিলিং এর অপরাধে মোবাইল কোর্ট মাহবুবুর রহমান-কে ১০০০০০/- (এক লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান করেন।

অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, বেশ কিছুদিন ধরে একটি অসাধু চক্র চন্দনাইশ উপজেলায় লাইসেন্স বিহীন অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করে আসছিলো এবং লাইসেন্সপ্রাপ্ত বিভিন্ন কোম্পানির নকল স্টিকার ব্যবহার করে সিলিন্ডারগুলো বাজারজাত করছিল।

এসব ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডারগুলো যেকোন সময় বিস্ফোরিত হয়ে গ্রাহকদের বাসা, বাড়ীতে দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি সিলিন্ডারগুলোতে অনেক সময়েই ওজনের কম দেওয়ার অভিযোগ পাওয়া যায়। তদন্ত সাপেক্ষে চন্দনাইশ উপজেলার ইউএনও জনাব নাছরীন আক্তার মহোদয়ের নির্দেশে উপজেলায় সিলিন্ডার ক্রসফিলিং কার্যক্রম মনিটরিং করা হয়।

গতকালের অভিযানে আটক ব্যক্তিকে ১০০০০০/- অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে অবৈধ উপায়ে গ্যাস সিলিন্ডার ক্রসফিলিং করবে না মর্মে তার কাছ থেকে মুচলেকা আদায় করা হয়। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান রাখার কথা জানান উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা গালিভ চৌধুরী।

পত্রিকা একাত্তর /ইসমাইল ইমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news