বোড়াগাড়ী ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৯ মে, ২০২২, ১ year আগে

বোড়াগাড়ী ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

নীলফামারীর ডোমার উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের ২০২০-২১ অর্থবছর থেকে ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯শে মে) বেলা ১২ টায় বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট ঘোষণা করেন—বোড়াগাড়ী ইউপি সচিব মাহাবুব ইসলাম। বাজেট ঘোষণায় সভাপতিত্ব করেন—৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন।

এসময় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মনছুর আলী, সহ-সভাপতি আব্দুল বারেক, ইউপির ২নং ওয়ার্ড সদস্য ফারুক আহমেদ, ৭নং ওয়ার্ড সদস্য সমশের আলী, সংরক্ষিত নারী আসন ৭/৮/৯ নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য ছবি রানী এবং ইএসডিও জানো প্রকল্পের কমিউনিটি নিউট্রিশন ভলেন্টিয়ার মিলি রানী প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে এনজিও প্রতিনিধি, সকল ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।

বোড়াগাড়ী ইউনিয়নের ২০২২-২৩ অর্থবছরে বিভিন্ন উৎস থেকে সম্ভাব্য আয় ধরা হয়েছে১ কোটি ৮৫ লক্ষ ৬৬ হাজার ৮৫৯ টাকা এবং সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮১ লক্ষ ৪০ হাজার ২৭৭ টাকা।

এবিষয়ে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন বলেন, ডোমার উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বড় ইউনিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ। এবারে যে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে, আমি আশাবাদী তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার চেষ্টা করবো।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news