ধান উড়ানো মেশিনে কাপড় পেচিয়ে বৃদ্ধার মৃত্যু

উপজেলা প্রতিনিধি, হরিনাকুণ্ডু

২৬ মে, ২০২২, ১ year আগে

ধান উড়ানো মেশিনে কাপড় পেচিয়ে বৃদ্ধার মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় ধানের ধূলা-বালু ও ময়লা পরিস্কার করার মেশিনে কাপড় পেচিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েআকলিমা বেগম (৫৫) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৬মে)সকাল ৯ টার দিকে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের আদর্শ আন্দুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি একই এলাকার মৃত গোলাম সারোয়ার ঠান্ডুর স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা বলেন,সকাল থেকে বাড়ির ওঠানে ধান মাড়াই চলছিল। শ্যালো মেশিন চালিত ফ্যানের সাহায্যে ধানের ধূলা-বালু ও ময়লা পরিস্কার করছিলেন আকলিমা।

অসাবধানতায় ফ্যানের পাখায় কাপড় পেঁচিয়ে যায়। মুহুর্তের মধ্যে কাপড়ের সাথে ফ্যানের পাখা পেঁচিয়ে যাওয়াতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয় এবং অতিরিক্ত রক্তক্ষরন হয়। দ্রুত হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃতরিকুল ইসলাম তাকে মৃত ঘোষনা করেন।মানবকন্ঠকে তিনি জানান,মাথাই আঘাতপাওয়ার কারনে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

হরিণাকুন্ডু থানার অফিসার ইইনচার্জ মোঃ সাইফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

পত্রিকা একাত্তর /মাহফুজুর রহমান উদয়

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news