ডোমারে বিএডিসি’র দুইদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৬ মে, ২০২২, ১ year আগে

ডোমারে বিএডিসি’র দুইদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

নীলফামারীর ডোমারে দুইদিন ব্যাপী বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর আওতাধীন ‘উচ্চ ফলনশীল, রপ্তানিযোগ্য নতুন জাতের আলুর সম্প্রসারণ এবং বীজআলু ও রপ্তানি আলু উৎপাদন, সংরক্ষণ, বিপণন ও রপ্তানি কলাকৌশল’ শীর্ষক খামার এবং জোন সংশ্লিষ্ট উপ-সহকারী পরিচালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬শে মে) সকালে ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে মানসম্পন্ন বীজআলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদার করণ প্রকল্পের অর্থায়নে এবং ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের উপ-পরিচালকের বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বিএডিসি ঢাকার অতিরিক্ত মহাব্যবস্থাপক (সিডিসি ক্রপস) মোহাম্মদ রাজেন আলী মণ্ডল। এতে সভাপতিত্ব করেন—বিএডিসি ঢাকার প্রকল্প পরিচালক (মাবীউকৃবিপ্র) আবীর হোসেন।

ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের উপ-পরিচালক আবু তালেব মিঞার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—বিএডিসি ঢাকার যুগ্ম-পরিচালক (মান নিয়ন্ত্রণ) সুভাষ চন্দ্র ঘোষ।

উল্লেখ্য, সারা বাংলাদেশের বিএডিসি আলু বীজ বিভাগের উপসহকারী পরিচালক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৩০জন কৃষি কর্মকর্তারা ২ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news