শীতার্তদের মাঝে হরিপুর উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৫ জানুয়ারী, ২০২২, ২ years আগে

শীতার্তদের মাঝে হরিপুর উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মধ্যরাত পর্যন্ত ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন হরিপুর উপজেলা প্রশাসন।

সারাদেশের মতো হরিপুরেও পড়েছে হাড় কাঁপানো শীত। ছিন্নমুল মানুষ যখন শীতে কাঁপছে ঠিক সেই সময় মধ্যরাতে তাদের পাশে গিয়ে দাঁড়ালেন হরিপুর উপজেলা প্রশাসন। গত কয়েক দিন ধরে রাতে উপজেলার বিভিন্ন স্থানে শীতার্ত ছিন্নমূল অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আগমনে কিছুক্ষণের জন্য শীতের কষ্ট ভুলে গিয়েছিলেন ছিন্নমূল এসব মানুষ।

কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল ও হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম নিজেই উপস্থিত হয়ে রোগী, ছিন্নমূল নারী, পুরুষ, শিশু, বৃদ্ধদের কম্বল বিতরণ করায় অবাক হয়েছেন অনেকে। তবে কম্বল পেয়ে এসব অসহায় মানুষ ভীষণ খুশি।

কম্বল বিতরণের সময় তারা বলেন, গত কয়েক দিন ধরে সারাদেশে বইছে সৈত্যপ্রবাহ। এর কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ।

অনেকেই হাসপাতালে আসলেও নেই তাদের শীতের পর্যাপ্ত পোশাক। অসহায় ছিন্নমুল মানুষ মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কম্বল বিতরণ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি রাকিবুজ্জামান, হরিপুর থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএমএস করিম, হরিপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুর রসিদ, সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news