সাতক্ষীরায় পথ শিশুদের মাঝে কাজ করে যাচ্ছেন আমরা বন্ধু ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৫ জানুয়ারী, ২০২২, ২ years আগে

সাতক্ষীরায় পথ শিশুদের মাঝে কাজ করে যাচ্ছেন আমরা বন্ধু ফাউন্ডেশন

বন্ধুত্ব গড়ে উঠুক মানবতার কল্যাণে, এই স্লোগান কে সামনে রেখে অবিরাম কাজ করে যাচ্ছে আমরা বন্ধু ফাউন্ডেশন। এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১৫ সাল থেকে 'আমরা বন্ধু' পথ চলা শুরু। আমরা বন্ধু ফাউন্ডেশন কাজ করে শিশুদের শিক্ষা নিয়ে। প্রত্যন্ত এলাকায় যেখানে শিশুরা কোন সুযোগ-সুবিধা পায় না সে সব এলাকাই এই সংগঠন শিশুদের খাতা কলম দিয়ে পড়ালেখায় উৎসাহিত করে।

সরকার থেকে বই এবং আমাদের কাছ থেকে খাতা-কলম নিয়ে শিশুরা অনেক লেখাপড়া আগ্রহী হচ্ছে।

এছাড়া এই সংগঠন সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য, সামাজিক সচেতনতা মূলক কাজ করছে। করোনাকালীন সময় আমরা ফ্রি অক্সিজেন সেবা দিচ্ছে। প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার দিচ্ছে এই সংগঠন। ঈদ ও পূজা তে আমরা বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের উপর দিয়ে থাকে। ইতিমধ্যে তালা, সাতক্ষীরা, কালিগঞ্জ, দেহবাটা, কলারোয়া, শ্যামনগর, আশাশুনি উপজেলায় কার্যক্রম হয়েছে।

আমরা বন্ধুর পরিচালক এস এম নাহিদ হাসান বলেন, সবার সহযোগিতা নিয়ে, আমরা আগামীতে আরো ভালো কিছু করবো ইনশাআল্লাহ।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news