ডোমারের ১০ ইউনিয়নে চলছে ভোটগ্রহণ, বাড়ছে ভোটারদের উপস্থিতি

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৫ জানুয়ারী, ২০২২, ২ years আগে

ডোমারের ১০ ইউনিয়নে চলছে ভোটগ্রহণ, বাড়ছে ভোটারদের উপস্থিতি
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারীর ডোমার উপজেলার ১০টি ইউনিয়নে শুরু হয়েছে ভোটগ্রহণ। বেলা গড়ানোর সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়ছে।

বুধবার (৫ই জানুয়ারী) উপজেলার ১০ ইউনিয়নের ৯০টি ওয়ার্ডের ৯০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। যা বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন চলবে।

ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। এছাড়াও গোটা উপজেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চলছে টহল। ভোটারদের মাঝেও উৎসবের আমেজ বিরাজ করছে। ভোটকেন্দ্র ও আশেপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৪ জন, সাধারণ সদস্য পদে ৩৪৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার রয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৭৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০ হাজার ৮১৯ জন এবং নারী ভোটার ৮৭ হাজার ৯১২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news