রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়াদুল হকের জানাজা সম্পন্ন


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ১৩/১০/২০২২, ৫:৪২ অপরাহ্ণ / ৯৮
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়াদুল হকের জানাজা সম্পন্ন

একাত্তরের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সৈনিক এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মো. সৈয়াদুল হক’র জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বাংলাদেশের জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা জড়িয়ে রাষ্ট্রীয় মর্যাদা তথা গার্ড অব অনার প্রদান করা হয়েছে তাকে।

বৃহস্পতিবার (১৩ই অক্টোবর) বাদ জোহর ডোমার বালিকা বিদ্যা নিকেতন মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মো. সৈয়াদুল হকের জানাজা নামাজে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। সেসময় তাকে গার্ড অব অনার প্রদান করেন ডোমার থানা পুলিশের সশস্ত্র দল।

এসময় উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মো. আল-আমিন রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লিগণ।

পরে ডোমার উপজেলা প্রশাসন, ডোমার থানা ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা রাখতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মো. সৈয়াদুল হক গতকাল বুধবার (১২ই অক্টোবর) রাত ১০টা ৩৫ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন তিনি। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাঁকে।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মো. সৈয়াদুল হক ডোমার উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. কামরুজ্জামান টিটুলের পিতা।

পত্রিকা একাত্তর / রিশাদ