গণ উপদ্রপ ও  মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২১ মে, ২০২২, ১ year আগে

গণ উপদ্রপ ও  মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ইভটিজিংয়ের দায়ে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত সূত্র জানায়, বিরামপুর পৌর শহরের ইসলামপাড়া মহল্লার আমিনুর রহমানের ছেলে আরিফ (১৮) শনিবার (২১ মে) সকাল ১১টায় বিরামপুর পাইলট স্কুলের এক ছাত্রীকে উত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়ার আভিযোগে পুলিশ তাকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে অভিযোগের সত্যতা পেয়ে আদালত আরিফ (১৮) কে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এইজন্য ইউএনও পরিমল কুমার সরকার “পাইলট স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক এবং প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রাজু কে সর্বাত্মক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি আরো বলেন,ইভটিজিং এর মত সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান।

অপরদিকে একই আদালত গণ উপদ্রপ সৃষ্টির ও মাদক সেবনের অভিযোগে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর এলাকার জনি মিয়াকে ১৫ দিনে বিনাশ্রম কারাদন্ড ও মনিরুলকে ৩ হাজার টাকা জরিমানা করেন এবং মাদক সেবনের অভিযোগে বিরামপুরের বুচকি গ্রামের বিপ্লবকে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড ও নূর আলমকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারাদন্ড প্রাপ্তদের শনিবার (২১ মে) দুপুরে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

পত্রিকা একাত্তর /এবিএম মুছা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news