পাথরঘাটায় চোখ,নাক বিহীন শিশুটি আর নেই

উপজেলা প্রতিনিধি, পাথরঘাটা

২০ মে, ২০২২, ১ year আগে

পাথরঘাটায় চোখ,নাক বিহীন শিশুটি আর নেই

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নে চেখ, নাকবিহীন দাঁতেরমাড়িসহ এক শিশুর জন্ম হয়েছিলো গত ১৬ ই মে সোমবার রাত সাড়ে বারোটার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজারের একটি বে-সরকারি সার্জিকেয়ার ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই শিশুর জন্ম হয়। তবে নবজাতক শিশুসহ তার মা সুস্থ ছিলো।

শিশুটির বাবা সাংবাদিকদের জানান দীর্ঘ ৫ দিন পর আজ ২০ মে শুক্রবার সকাল ৬ টার দিকে ঐ শিশুটির স্বাভাবিক মৃত্যু হয়েছে।চিকিৎসক জানান, চোখ বিহীন দাঁতসহ যে শিশুটি জন্মগ্রহণ করেছে সেটি Anencephaly নামে এক ধরনের রোগ।এ রোগ জীন ও হরমোনের সমস্যার কারণে এ ধরনের রোগ হয়ে থাকে।

চিকিৎসক ডাঃ মঞ্জুর কাদের মিঠু বলেন, জীবনে প্রথমবারেরমত এমন শিশুর দেখা মিলেছে। হাসপতাল সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর কাকচিড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইদ্রিস আলীর স্ত্রী নাজনীন আক্তার কে নিয়ে সন্তান প্রসবের জন্য রবিবার বিকালে ওই ক্লিনিকে ভর্তি হন। রাত সাড়ে বারোটার দিকে সিজারিয়ান অপারেশন হয়। এটা তাদের দ্বিতীয় সন্তান।

হাসপাতাল সূত্রে জানা যায় বাচ্চাটিকে বাসায় নিয়ে দাফনকাজ শেষ করবে এবং বাচ্চাটির মা আগামীকাল শনিবার সিজারিয়ান সেলাই কেটে রিলিজ করে দেয়া হবে।

পত্রিকা একাত্তর /নুর এ আলম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news