ডোমারে মুক্তিযুদ্ধ ভিত্তিক শর্টফিল্ম প্রদর্শন ও আলোচনা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৯ মে, ২০২২, ১ year আগে

ডোমারে মুক্তিযুদ্ধ ভিত্তিক শর্টফিল্ম প্রদর্শন ও আলোচনা অনুষ্ঠিত

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার অভিষ্ঠ লক্ষ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯শে মে) সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ‘মুক্তিযুদ্ধ জাদুঘর’ কর্তৃক আয়োজিত মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন—ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল আলম।

সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন—মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মসূচী কর্মকর্তা রঞ্জন কুমার সিংহ, ডোমার উপজেলা কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, সাবেক সাংস্কৃতিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, উপজেলা শাখা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মো. আল-আমিন রহমান, মুক্তিযুদ্ধ জাদুঘর নেটওয়ার্ক শিক্ষক পরিষদের মো. হারুন-অর-রশিদ প্রমুখ সহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

প্রসঙ্গতঃ ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু’র পক্ষ থেকে মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য কর্মসূচি কর্মকর্তা রঞ্জন কুমার সিংহের কাছে নগদ ১০ হাজার টাকা হস্তান্তর করা হয়। এছাড়া আজকের কার্যক্রমে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news