ডোমার উপজেলা যুবলীগের আহ্বায়ককে দল থেকে সাময়িক অব্যাহতি প্রদান

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৪ জানুয়ারী, ২০২২, ২ years আগে

ডোমার উপজেলা যুবলীগের আহ্বায়ককে দল থেকে সাময়িক অব্যাহতি প্রদান
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারীর ডোমার উপজেলার ৭নং বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. আমিনুল ইসলাম রিমুন কে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৪ঠা জানুয়ারী) রাতে নীলফামারী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রমেন্দ্রনাথ বর্মন বাপী ও সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিদ্রোহী প্রার্থী মো. আমিনুল ইসলাম রিমুনকে দল থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. আমিনুল ইসলাম রিমুনের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সিদ্ধান্ত অমান্য করে ৫ই জানুয়ারী, ২০২২ অনুষ্ঠিতব্য নীলফামারী জেলার ডোমার উপজেলার আওতাধীন বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হওয়ার সুস্পষ্ট প্রমাণ আছে। যা সংগঠনের শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো সুনির্দিষ্ট জবাব না পাওয়ায় গঠনতন্ত্রের ২২(ক) মোতাবেক এবং যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস্ পরশ ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশক্রমে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

উল্লেখ্য, দলীয় মনোনয়ন না পাওয়ায় বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. আমিনুল ইসলাম রিমুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করেন। এই ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হয়েছেন– উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোছা. জেবুন্নেছা আখতার জেবা।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news