ইউপি নির্বাচন: ডোমারের ১০ ইউনিয়নে রাত পোহালে ভোট

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৪ জানুয়ারী, ২০২২, ২ years আগে

ইউপি নির্বাচন: ডোমারের ১০ ইউনিয়নে রাত পোহালে ভোট
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারীর ডোমার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে রাত পোহালেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শেষ হয়েছে প্রচার-প্রচারণার সময়ও।

এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫৪ জন, সাধারণ সদস্য পদে ৩৪৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।

১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত ১০ জন, জাতীয় পার্টির দলীয় মনোনয়নপ্রাপ্ত ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় মনোনয়নপ্রাপ্ত ১ জন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৯ জন ও বাকিরা স্বতন্ত্র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উল্লেখ্য, এই নির্বাচনে মোট ১ লাখ ৭৮ হাজার ৭৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০ হাজার ৮১৯ জন এবং নারী ভোটার ৮৭ হাজার ৯১২ জন রয়েছেন।

আগামীকাল ৫ই জানুয়ারী উপজেলার ১০ ইউনিয়নের ৯০টি ওয়ার্ডের ৯০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে, সকল ভোটকেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জামাদি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news