বোড়াগাড়ীতে ‘ল্যাম্ব প্ল্যান স্কোর’ এর স্বাস্থ্যব্যবস্থা সামগ্রী বিতরণ

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৯ মে, ২০২২, ১ year আগে

বোড়াগাড়ীতে ‘ল্যাম্ব প্ল্যান স্কোর’ এর স্বাস্থ্যব্যবস্থা সামগ্রী বিতরণ

করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের প্রায় শতাধিক মানুষের মাঝে স্যানিটেশন সামগ্রী অর্থাৎ সাবান, টিপি ট্যাপ, টুল ও মাস্ক বিতরণ করেছে ল্যাম্ব প্ল্যান স্কোর প্রকল্প।

বুধবার (১৮ই মে) উপজেলার বোড়াগাড়ী পরিষদ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ‘ল্যাম্ব প্ল্যান স্কোর প্রকল্প’ এর আয়োজনে অনুষ্ঠিত স্বাস্থ্যব্যবস্থা সামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম রিমুন। এতে সভাপতিত্ব করেন—ল্যাম্ব প্ল্যান স্কোর প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর বিশ্বজিৎ সাংমা।

এসময় আরও উপস্থিত ছিলেন—ল্যাম্ব প্ল্যান স্কোর প্রকল্পের মনিটরিং এন্ড ডকুমেন্ট কো-অর্ডিনেটর শ্যামল বেঞ্জামিন হেম্ব্রম, ফিল্ড কো-অর্ডিনেটর সায়রা বেগম প্রমুখ সহ ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (১২ই মে) উপজেলার অন্য দুই ইউনিয়ন তথা ৮নং ডোমার সদর ইউনিয়নের ১৭৪ জন ও ৬নং পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ১৫০ জন সহ মোট ৩২৪ জন মানুষের মাঝে একটি করে টিপি ট্যাপ, ময়লা ফেলানো টুল, সাবান এবং মাস্ক বিতরণ করা হয়।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news