ম্যুরাল শিল্পী রঞ্জন কুমার সাহা তোতন আর নেই

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৭ মে, ২০২২, ১ year আগে

ম্যুরাল শিল্পী রঞ্জন কুমার সাহা তোতন আর নেই

‘জীবনের কথা’ নামক ডকুমেন্টারি ভিডিও নির্মাতা, প্রখ্যাত ম্যুরাল শিল্পী রঞ্জন কুমার সাহা (তোতন) পরলোকগমন করেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ডোমারে।

সোমবার (১৬ই মে) দিবাগত রাত আনুমানিক ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন রঞ্জন কুমার সাহা তোতন। তিনি ডোমার পৌরসভার ছোটরাউতা সাহাপাড়া এলাকার বাবু সুনিল চন্দ্র সাহার একমাত্র পুত্র। মৃত্যুকালে স্ত্রী-সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন তিনি।

১৯৭৮ সালের ৭ই নভেম্বর জন্মগ্রহণ করা তোতন ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ডোমার সরকারী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন তিনি।

উল্লেখ্য, নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল’ তৈরি করেছিলেন ম্যুরাল শিল্পী রঞ্জন কুমার সাহা তোতন। এছাড়া উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরালটির নির্মাতা ছিলেন তিনি। ডোমার মহিলা ডিগ্রী কলেজ স্থ নবনির্মিত শহীদ মিনারের পাদদেশে মহান ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ শীর্ষক ম্যুরাল তৈরির নকশা বাস্তবায়ন করলেও কাজ শেষ করতে পারলেন না রঞ্জন কুমার সাহা তোতন।

তাঁর অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন ডোমারের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক সংগঠন, ব্যবসায়ী সমাজ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news