প্রতিপক্ষের লাঠির আঘাতে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি, নওগাঁ

১৪ মে, ২০২২, ১ year আগে

প্রতিপক্ষের লাঠির আঘাতে প্রাণ গেল যুবকের

নওগাঁর ধামইরহাটে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে তারিকুল ইসলাম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছেন। শুক্রবার (১৩ মে) রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ কাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তরিকুল ইসলাম উপজেলার আড়ানগর গ্রামের মজিবর রহমানের ছেলে। এ ঘটনায় সুইট হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ।

আড়ানগড় ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ্দেকুর হমান জানান, উপজেলার আড়ানগর ইউনিয়নের লক্ষণপাড়া গ্রামের আব্দুস সামাদ এর সঙ্গে তার চাচাতো ভাই আমিনুল হক এর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত বুধবার (১১ মে) সামাদের বর্গা চাষি তরিকুল, হাসান ও সানোয়ার জমিতে গেলে আমিনুলের পক্ষে আবুল হোসেন, লুৎফর রহমান, দানেস ও রশিদুলসহ আরও বেশ কয়েক জন তাদের উপর হামলা চালায়।

এসময় রশিদুল লাঠি দিয়ে তরিকুলের মাথায় আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়লে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা গুরুতর দেখে চিকিৎসক তাকে রাজশাহীতে রেফাট করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় গত রাতে তার মৃত হয়। এই সময় ঘটনাস্থল পরিদর্শন করেন পত্নীতলা সার্কেল এসপি জনাব আফতাব উদ্দিন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ চলে আসছিল। এই ঘটনায় বুধবার তাদের সমর্থকদের মধ্যে মাড়া মাড়ির ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের লাঠির আঘাতে তরিকুল ইলাম আঘাত প্রাপ্ত হন ও পরে তার মৃত্যু হয়। এ ঘটনার গত রাতেই ১৮ জনকে বিবাদী করে একটি মামলা হয়েছে। এবং জড়িত থাকার অভিযোগে সুইট হোসেন নামে এক যুবককে আটক করেছে হয়েছে।

পত্রিকা একাত্তর / মোঃ শহিদুল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news