নীলফামারীর ঐতিহ্যবাহী শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার মিলনায়তনের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সহিদুল হক মারা গেছেন।
মঙ্গলবার (১১ই অক্টোবর) সন্ধ্যা ৬টায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ আওয়ামী লীগ নেতা সহিদুল হক ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী উত্তরপাড়া এলাকার বাসিন্দা।
মৃত্যুকালে স্ত্রী, সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন তিনি। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠন ছাড়াও শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন সহ ডোমারের সকল সামাজিক, সাংস্কৃতিক এবং সাংবাদিক সংগঠন।
উল্লেখ্য, সহিদুল হক ডোমার উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিফ আহমেদ সোহাগের পিতা এবং বরেণ্য রাজনীতিবিদ।
পত্রিকা একাত্তর / রিশাদ
আপনার মতামত লিখুন :