মৎস্য ঘেরে বিষ দিয়ে ২০ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

উপজেলা প্রতিনিধি | মোল্লাহাট, ফকিরহাট

উপজেলা প্রতিনিধি | মোল্লাহাট, ফকিরহাট

১৩ মে, ২০২২, ১ year আগে

মৎস্য ঘেরে বিষ দিয়ে ২০ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তদের বিরুদ্ধে কৃষকের মৎস্য ঘেরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।বৃহস্পতিবার (১২ মে) দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার কাহালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এতে অন্তত বিশ লক্ষ টাকার বিভিন্ন জাতের সাদা মাছ ও চিংড়ি মাছের ক্ষতি করা হয়েছে বলে দাবি মৎস্য চাষির। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি হলেন উপজেলার কাহালপুর গ্রামের নাসির মিয়া।

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি নাসির মিয়া জানান, তার পঞ্চাশ বিঘা জমির একটি মৎস্য ঘেরে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা বিষ দেয়, শুক্রবার সকালে ঘেরে গিয়ে দেখেন, ১৫ হাজারের বেশী চিংড়ি সহ বিভিন্ন জাতের সাদা মাছ মরে ভেসে উঠেছে । এতে তার অন্তত ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন। ঘের থেকে দুইটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় অজ্ঞাত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে শুক্রবার (১৩ মে) সকালে থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী নাসির মিয়া।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ জানান, এবিষয়ে নাসির মিয়া বাদি হয়ে আজ শুক্রবার সকালে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পত্রিকা একাত্তর /সৌরভ কুমার

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news