ভোজ্য তেলের অবৈধ মজুদে ব্যবসায়ীকে সতর্ক

স্টাফ রিপোর্টার, গোমস্তাপুর

১২ মে, ২০২২, ১ year আগে

ভোজ্য তেলের অবৈধ মজুদে ব্যবসায়ীকে সতর্ক

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ভোজ্য তেলের অবৈধ ভাবে মজুদ করে রাখায় মৌখিক ভাবে সতর্ক করা হয়েছে এক মুদি ব্যবসায়িকে।

বুধবার বিকেলে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আসমা খাতুন এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত রহনপুর পুরাতন বাজারের পাইকারি মুদি ব্যবসায়ী মেসার্স ভোলানাথ স্টোরের স্বত্বাধিকারী শ্রী ভোলানাথ সাহার গুদামে অবৈধভাবে মজুদ করা ১১৭ ব্যারেল ভোজ্য তেলের সন্ধান পায়। যার পরিমাণ ২৩ হাজার ৮ শত ৬৮ লিটার।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন জানান, খুচরা মুদি ব্যবসায়িদের তেল না দেয়ার অভিযোগ ও গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ব্যবসায়ীকে অবৈধ মজুদ রাখার বিষয়ে সতর্ক করে তাকে বর্তমান মূল্যে দ্রুত তেলগুলো বাজারজাত করার নির্দেশ প্রদান করা হয়।

পত্রিকা একাত্তর/ ইয়াহিয়া খান রুবেল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news