ডোমার রেলওয়ে স্টেশনে ফুটওভার ব্রিজ চায় এলাকাবাসী


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ১১/১০/২০২২, ১০:৪৪ অপরাহ্ণ / ৪১৪
ডোমার রেলওয়ে স্টেশনে ফুটওভার ব্রিজ চায় এলাকাবাসী

১৮৭৮ সালে স্থাপিত ঐতিহ্যবাহী ডোমার রেলওয়ে স্টেশনের উন্নয়নমূলক আধুনিকায়ন নির্মাণকাজ চলমান রয়েছে। ফুটওভার ব্রিজ ব্যতীত স্টেশনের প্লাটফর্ম উঁচুকরণের কারণে শিশু, প্রতিবন্ধী, অসুস্থ্য ও বৃদ্ধদের চলাচলে বিপত্তি ঘটছে রীতিমতো। দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছে এলাকাবাসী।

স্টেশন এলাকার চারিদিকে প্রাচীর নির্মাণ ও প্লাটফর্ম উঁচু করার কারণে পশ্চিম এবং পূর্বদিকের এলাকাবাসীকে পোহাতে হয় দুর্ভোগ। পূর্বদিকে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি মহিলা কলেজ থাকায় পশ্চিমে বসবাসকারী ছাত্র-ছাত্রীদের লাইন পার হতে সমস্যার সৃষ্টি হয় বলে অভিযোগ শিক্ষার্থীদের।

ডোমার বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী আঁখিমনির অভিযোগ, স্কুল যাওয়া ও আসার সময় প্লাটফর্ম থেকে নামতে ও উঠতে সমস্যা হয়। নামার সময় লাফিয়ে এবং উঠার সময় কারো সহযোগিতায় উঠতে হয়।

ডোমার বালিকা বিদ্যা নিকেতনের অষ্টম শ্রেণির ছাত্রী আরিফা আক্তার জানান, সকালে যখন স্কুলে যাই তখন নামতে হয় লাফ দিয়ে। প্লাটফর্ম থেকে নিচে কয়েকটি ইট দিয়ে রাখা হলেও নামার সময় মাঝেমধ্যে ইট সরে যাওয়ায় অনেকে আহত হয়। টিফিন পিরিয়ডে তিতুমীর এক্সপ্রেস ও স্কুল ছুটির সময় সীমান্ত কিংবা নীলসাগর এক্সপ্রেস স্টেশনে আসে। এতে আমাদের জীবন শংকা থাকে।

এছাড়াও হাতের নাগালের মধ্যে পশ্চিমপাড়ে একটি বেসরকারী ক্লিনিক থাকায় তৎক্ষনাৎ চিকিৎসা নিতে সেখানে যান পূর্বদিকের বাসিন্দারা। হঠাৎ লাইন পারাপারে নিতে হয় জীবন ঝুঁকি। তাছাড়া প্লাটফর্ম থেকে ওঠা-নামায় পোহাতে হয় বিড়ম্বনা। সেই ক্লিনিকে ৩০০ গজ রাস্তার পরিবর্তে যেতে হয় প্রায় দেড় কি.মি. রাস্তা ঘুরে।

যদিওবা স্টেশনের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়ন নির্মাণকাজের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা আছে। তবুও দ্রুত ওভারব্রিজ চায় এলাকাবাসী। যে-কোন সময় দুর্ঘটনা এড়াতে ওভারব্রিজ নির্মাণের দাবী এখন সবার মুখে মুখে।

স্থানীয় দোকানদার সুজন ইসলাম জানান, আগের চেয়ে স্টেশনের অনেক কাজ হলেও দীর্ঘদিনের দাবী ফুটওভার ব্রিজ এখনো নির্মিত হয়নি। যা স্টেশন এলাকার মানুষের জন্য ঝুঁকিপূর্ণ। লাইন পারাপারের সময় প্লাটফর্ম উঁচু হওয়ায় ওঠা-নামায় ব্যাপক সমস্যা হয়। এছাড়া স্কুল-কলেজে যাওয়া শিক্ষার্থীদের জন্য সমস্যা হয় লাইন পারাপার।

স্থানীয় বাসিন্দা লেলিন ইসলাম বলেন, স্টেশনের বর্তমান উন্নয়নমুখী কর্মকাণ্ডে আমরা আনন্দিত। তবে একটি ফুটওভার ব্রিজ অতীব জরুরি হয়ে পড়েছে। কেননা যত্রতত্র লাইন পারাপারের চেয়ে সময় নিয়ে ওভারব্রিজ ব্যবহারে বাঁচানো যাবে প্রাণ। আধুনিকায়ন নির্মাণকাজে স্টেশনের প্রাচীর নির্মাণ কাজ হয়েছে। এলাকাবাসীর তোপের মুখে পূর্বদিকে একটি ছোট গেইট রাখা হয়েছে। তবে লাইন পারাপারের জন্য একটি ওভারব্রিজ হলে শিক্ষার্থী সহ স্থানীয় এলাকাবাসী ও যাত্রীদের জন্য মঙ্গলকর হবে সেটি।

এবিষয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আবু তৌহিদ সুমন জানান, প্রত্যেক স্টেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও আধুনিকায়ন সৌন্দর্যবর্ধনের নিমিত্তে নির্মাণকাজ চলছে। শীঘ্রই ডোমার রেলওয়ে স্টেশনে ফুটওভার ব্রিজ নির্মাণের কাজও শুরু হবে। সাধারণ যাত্রীদের সুবিধার্থে ফুটওভার ব্রিজ নির্মাণ উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ডোমার রেলওয়ে স্টেশনের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড ও আধুনিকায়ন নির্মাণকাজের আওতায় স্টেশন এলাকায় সীমানাপ্রচীর নির্মাণ, প্লাটফর্ম উঁচুকরণ ও বর্ধিতকরণ, ২য় প্লাটফর্মে শেড নির্মাণ কাজ শেষ হয়েছে। বর্তমানে ২ প্লাটফর্মে চলছে বৈদ্যুতিক বাতি ও বিদ্যুৎ সরবরাহের কাজ।

পত্রিকা একাত্তর/রিশাদ