গৌরীপুরে ৬ বছর ধরে ঝুঁকিপূর্ন সেতু চলাচলে দূর্ভোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক

১১ মে, ২০২২, ১ year আগে

গৌরীপুরে ৬ বছর ধরে ঝুঁকিপূর্ন সেতু চলাচলে দূর্ভোগ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরিয়া নদীতে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে প্রায় ৬ বছর আগে নদীর ওপর নির্মাণ করা হয় সেতু কিন্তু বছর যেতে না যেতেই অকার্যকর হয়ে পড়েছে সেতুটি। সেতুটির একপাশে দেবে গেছে অন্য পাশের সাইডে তিনটি গাইড ওয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ঝুকি নিয়ে চলাচল করছে জনসাধারণ।

স্থানীয়রা জানান নির্মাণ করার কয়েক দিন পরে এই অবস্থা হয়েছে পরে ঠিকাদারি প্রতিষ্টানের লাগানো হয়নি কোন সাইনবোর্ড। নির্মাণ ত্রুটির কারণে এমন অবস্থা হয়েছে ।

উল্লেখিত ইউনিয়নের বাকরকোনা হইতে খান্দার যাওয়ার রাস্তায় সুরিয়া নদীর ওপর প্রায় ৬ বছর আগে ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে সেতুটি নির্মিত হয়। হঠাৎ করে নির্মানের পর পরই সেতুটির এক পাশ দেবে যায়। প্রায় এক বছর আগে সেতুটির চারটি গাইড ওয়ালের মধ্য তিনটি গাইড ওয়াল ভেঙ্গে গেছে।

স্থানীয়রা জানান সড়কটি দিয়ে খান্দার, বালুয়াকান্ধা মহিশ্বরণ, রামচন্দ্রনগর মোবারকপুরসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করা হতো এই সেতু দিয়ে কিন্তু সেতুটি ব্যবহার অনুপযোগী হয়ে যাওয়ায় এমনকি ভারী যানবাহন নিয়ে প্রায় ৪ কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে জনসাধারনের।

এ বিষয়ে অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদুল ইসলাম সাংবাদিকদের জানান এই ব্রীজটি নির্মানের পর থেকেই ঝুঁকিপূর্ন নতুন করে ব্রীজ নির্মানের জন্য উপজেলা পরিষদে প্রস্তাবনা জমা দিব।

এ বিষয়ে গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা পাপ্পুর কাছে জানতে চাইলে তিনি জানান দুই বছর যাবৎ যে প্রস্তাবনা পাঠিয়ছিলাম সেগুলো এখনো পাশ হয়ে আসেনি, নতুন কোন বরাদ্দ এলে নতুন ব্রীজ নির্মাণে উদ্দ্যোগ নেওয়া হবে।

পত্রিকা একাত্তর /হুমায়ুন কবির

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news