হযরত শাহ্ কলন্দর (রহঃ) এর পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১০ মে, ২০২২, ২ years আগে

হযরত শাহ্ কলন্দর (রহঃ) এর পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত

কোরআনখানী, মিলাদ মাহফিল, মাজার জিয়ারত, মান্নতি দ্রব্যাদি গ্রহণ ও তোবারক বিতরণের মাধ্যমে নীলফামারীর ডোমারে বিখ্যাত অলিয়ে কামেল হযরত শাহ্ কলন্দর (রহঃ) এর দুইদিনব্যাপী পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারীর কারণে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর প্রতিবছরের ন্যায় ২৬ ও ২৭শে বৈশাখ অনুষ্ঠিত হয় পবিত্র ওরশ শরীফ।

সোমবার (৯ই মে) বাদ যোহর উপজেলার সোনারায় ইউনিয়নের হযরত শাহ্ কলন্দর (রহঃ) দরগাহ শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় কোরআনখানী ও বাদ আসর অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল।

আজ মঙ্গলবার (১০ই মে) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দূরদূরান্তের অসংখ্য মুসল্লির জন্য হযরত শাহ্ কলন্দর (রহঃ) এর মাজার শরীফ জিয়ারত, মান্নতি দ্রব্যাদি গ্রহণ ও তোবারক বিতরণ করা হয়। এসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অলিয়ে কামেল হযরত শাহ্ কলন্দর (রহঃ) এর মুরিদগণ সহ অন্যান্য মুসল্লিদের সমাবেশ ঘটে।

হযরত শাহ্ কলন্দর (রহঃ) এর পবিত্র ওরশ শরীফ উপলক্ষ্যে মাজার প্রাঙ্গন ও পার্শ্ববর্তী কলমদার নদীর তীরে জমে উঠেছে মেলা। বিভিন্ন দ্রব্যের পসরা সাজিয়ে দোকানিরা বসিয়েছেন বিভিন্ন দোকান। এছাড়া শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, চড়কি, রেলগাড়ি বসানো হয়েছে।

গ্রামীণ জীবনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি, ঐতিহ্যবাহী খাদ্যদ্রব্য, মিষ্টিজাতীয় খাবার জিনিস কিনেছেন মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা। প্রায় আড়াইশো দোকানি মেলায় বিভিন্ন দোকান নিয়ে বসেছেন। অন্যদিকে, মাজার প্রাঙ্গনে জিয়ারত করতে আসা মুসল্লিরা মিষ্টিজাতীয় তোবারক ফুলধনা ক্রয় করেছেন।

সোনারায় দরগাহ্ শরীফ ব্যাবস্থাপনা কমিটির সভাপতি জানান, বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব, বিখ্যাত অলিয়ে কামেল হযরত শাহ্ কলন্দর (রহঃ) এর স্মরণে পবিত্র ওরশ শরীফ প্রতি বাংলা বছরের ২৬ ও ২৭শে বৈশাখ অনুষ্ঠিত হয়। ওরশ উপলক্ষ্যে দূর-দূরান্তের লাখো মানুষ সমবেত হয় বিভিন্ন মান্নত নিয়ে। এছাড়া ঐতিহ্যবাহী মেলায় ঘুরতে আসেন দর্শনার্থীরা। ডোমার থানা পুলিশ, আনসার বাহিনী ও মাজার ব্যবস্থাপনা কমিটির স্বেচ্ছাসেবকরা ওরশ ও মেলার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

পত্রিকা একাত্তর/রিশাদ

​​​​​

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news