সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, এ শ্লোগান কে বাস্থবে রুপ দানে কাজ করে যাচ্ছেন দশমিনা উপজেলার " মানব সেবা সংগঠন "।

সংগঠন টির প্রতিষ্ঠাতা সভাপতি এড. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃএনায়েত হোসাইন নামে দুই জন মানবতার ফেরিওয়ালা। 

প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনের অন্যান্য মানবিক সদস্য দের নিয়ে আর্তমানবতার সেবায়নিজেদের জড়িয়ে দশমিনার হৃত দরিদ্র অসহায়, দিন মজুর, কৃষক, গরিব শিক্ষার্থীদের অন্তরে ঠাই করে নিয়েছেন।

মানবসেবা সংগঠন এর প্রতিষ্ঠাতাদের চিন্তা চেতনা সকল স্থরে প্ঞ্চবিমুখ। তারা সময়ে দুঃসময়ে অসহায় অসচ্ছল মানূষের পাশে দাড়ান, অতি নিকটে গিয়ে মানূষের মনের কথা শ্রবন করে তাদের সাধ্যমত সহযোগীতার হাত বাড়ান।

কোভিড ১৯ – করোনা ভাইরাস বাংলাদেশের মানুষ যখন গৃহবন্দী, দিন মজুর, কৃষক, শ্রমিক, সেই কঠিন মুহুর্তে তাদের পাশে দাড়িয়েছেন মানব সেবা সংগঠন, দফায় দফায় করোনায় বিপাকে পড়া দশমিনার অসহায় মানুষদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদী সহ চিকিৎসা ব্যবস্থা করেছেন।

শিক্ষা ক্ষেত্রে অসহায় মেধাবি ছাত্র/ছাত্রী দের নানা সমস্যা সমাধানে সংগঠনটির ভূমিকা অন্যতম। 

এরই ধারাবাহিকতায় আজ সোমবার দশমিনার তিন শত অসহায় অসচ্ছল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন মানবসেবা সংগঠন। 

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল কাইয়ুম, মানবসেবা সংগঠন এর সভাপতি এড. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসাইন, সাংবাদিক মোঃ বেল্লাল হোসেন, দশমিনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ রাকিব হোসাইন প্রমুখ।

">

অসহায় মানুষদের যখন আশার আলো নিভে যায়, তখন মানবতার ফেরিওয়ালারা জেগে উঠে

উপজেলা প্রতিনিধি, দশমিনা

উপজেলা প্রতিনিধি, দশমিনা

৪ জানুয়ারী, ২০২২, ২ years আগে

অসহায় মানুষদের যখন আশার আলো নিভে যায়, তখন মানবতার ফেরিওয়ালারা জেগে উঠে

সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, এ শ্লোগান কে বাস্থবে রুপ দানে কাজ করে যাচ্ছেন দশমিনা উপজেলার " মানব সেবা সংগঠন "।

সংগঠন টির প্রতিষ্ঠাতা সভাপতি এড. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃএনায়েত হোসাইন নামে দুই জন মানবতার ফেরিওয়ালা।

প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনের অন্যান্য মানবিক সদস্য দের নিয়ে আর্তমানবতার সেবায়নিজেদের জড়িয়ে দশমিনার হৃত দরিদ্র অসহায়, দিন মজুর, কৃষক, গরিব শিক্ষার্থীদের অন্তরে ঠাই করে নিয়েছেন।

মানবসেবা সংগঠন এর প্রতিষ্ঠাতাদের চিন্তা চেতনা সকল স্থরে প্ঞ্চবিমুখ। তারা সময়ে দুঃসময়ে অসহায় অসচ্ছল মানূষের পাশে দাড়ান, অতি নিকটে গিয়ে মানূষের মনের কথা শ্রবন করে তাদের সাধ্যমত সহযোগীতার হাত বাড়ান।

কোভিড ১৯ – করোনা ভাইরাস বাংলাদেশের মানুষ যখন গৃহবন্দী, দিন মজুর, কৃষক, শ্রমিক, সেই কঠিন মুহুর্তে তাদের পাশে দাড়িয়েছেন মানব সেবা সংগঠন, দফায় দফায় করোনায় বিপাকে পড়া দশমিনার অসহায় মানুষদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদী সহ চিকিৎসা ব্যবস্থা করেছেন।

শিক্ষা ক্ষেত্রে অসহায় মেধাবি ছাত্র/ছাত্রী দের নানা সমস্যা সমাধানে সংগঠনটির ভূমিকা অন্যতম।

এরই ধারাবাহিকতায় আজ সোমবার দশমিনার তিন শত অসহায় অসচ্ছল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন মানবসেবা সংগঠন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল কাইয়ুম, মানবসেবা সংগঠন এর সভাপতি এড. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসাইন, সাংবাদিক মোঃ বেল্লাল হোসেন, দশমিনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ রাকিব হোসাইন প্রমুখ।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news