মানবিক সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি: প্রতিবাদ করায় সংগঠকদের বিরুদ্ধে অপপ্রচার

ভোলা জেলা প্রতিনিধি

৭ মে, ২০২২, ১ year আগে

মানবিক সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি: প্রতিবাদ করায় সংগঠকদের বিরুদ্ধে অপপ্রচার

ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠন ও সংগঠকদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মান ক্ষুন্ন করার অভিযোগ উঠেছে ওই সংগঠনেরই মিজানুর রহমান নাগর, শরিফ পাটোয়ারী ও জাহিদ ভূঁইয়ার বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভোলার চরফ্যাশন উপজেলাস্থ বিভিন্ন দেশে থাকা প্রবাসীগণ মিলে মানবতার কল্যাণে কাজ করার লক্ষ্যে ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠন নামে একটি মানবিক সংগঠন প্রতিষ্ঠা করে। অল্প সময়ে সংগঠনটি ব্যাপক প্রচার-প্রচারণা লাভ করে।

সকলের যৌথ প্রচেষ্টায় অসহায় পরিবারের মেয়েদের বিয়ে, অসুস্থ রোগীদের চিকিৎসা সেবা ও বিভিন্ন সামাজিক সহায়তার অগ্রণী ভূমিকা পালন করে।

সংগঠনের অগ্রগতি ও শৃঙ্খলা বজায় রাখতে সকলের যৌথ উদ্যোগে একটি কমিটিও গঠন করা হয়। এতে অভিযুক্ত শরীফ পাটোয়ারীকে কোষাধক্ষ্য ও মিজান নাগরকে উপদেষ্টা করা হয়। মিজান নাগরের অভিভাবক হয়ে জাহিদ ভূঁইয়াও সংগঠনের উপদেষ্টা দায়িত্ব পালন করেন।

কিছুদিন অতিবাহিত হওয়ার পর উপরিউক্ত অভিযুক্ত ৩ জন সংগঠনের কারো সাথে কোনোরকমের যোগাযোগ ছাড়াই তৈরি করে চাঁদা আদায়ের রশিদ।

এরপর সংগঠনের পরিচয় দিয়ে দেশ ও বিদেশ থেকে তুলতে শুরু করে মোটা অংকের টাকা।এমন অনৈতিক কর্মকাণ্ডের খবর সংগঠনের অন্যান্য দায়িত্বশীলরা জানতে পেরে তাৎক্ষণিক সংগঠনের উপদেষ্টাদের অবহিত করে।

এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত তিন জনকে নিয়ে উপদেষ্টা, কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যগণ বিষয়টির সত্যতা ও সুষ্ঠু সমাধানের লক্ষ্যে সকলে ভার্চুয়াল মিটিং এ একত্রিত হন।

বিষয়টির সমাধানে নারাজ হয়ে একপর্যায়ে অভিযুক্ত তিন জন ভার্চুয়াল মিটিংকে বয়কট করে চলে যান।পরবর্তীতে সংগঠনটিকে বিতর্কিত করার উদ্দেশ্যে পূর্বের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে বাদ দিয়ে তাদের মনগড়া একটি কমিটি গঠন করে।

এর প্রতিবাদে সংগঠনের সভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার তাদের ব্যক্তিগত ফেসবুক আইডি ও অন্যান্য মাধ্যমে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে বলায় তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে অপপ্রচার ও মান ক্ষুন্ন করার চেষ্টা চালায় অভিযুক্ত মিজানুর রহমান নাগর, শরিফ পাটোয়ারী ও জাহিদ ভূঁইয়াগং।

তবে এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর নিকট একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীগণ।

পত্রিকা একাত্তর /আবুল বাশার

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news