ডোমার কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৩ মে, ২০২২, ২ years আগে

ডোমার কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

ত্রিশ দিন সিয়াম সাধনার পর মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ‘ঈদ-উল-ফিতর’ আজ। নীলফামারীর ডোমারে অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের নামাজ। করোনা মহামারীর পর ঈদগাহে নামাজ আদায় করতে পেরে খুশি মুসলিম উম্মাহ।

মঙ্গলবার (৩রা মে) সকাল ৯টায় ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এসময় মুসল্লিদের উদ্দেশ্যে খুৎবা, বয়ান ও নামাজের ইমামতি করেন—ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাহমুদ বিন আলম।

এসময় উপস্থিত সাধারণ মুসল্লিদের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা বক্তব্য রাখেন—ডোমার পৌরসভার মেয়র এবং ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। ময়দান ও কবরস্থান কমিটির পক্ষ থেকে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পেশ করেন ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও কবরস্থান পরিচালনা কমিটির অর্থ সম্পাদক মো. আল-আমিন রহমান।

সাধারণ মুসল্লিদের সাথে নামাজে অংশগ্রহণ করেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জব্বার, ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. আখতারুজ্জামান সুমন সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। মহান আল্লাহ তায়ালার নিকট কবরবাসীদের জান্নাত নসিবের প্রার্থনা করা হয়। এছাড়া ঈদের দ্বিতীয় জামাত সকাল ১০টায় পরিচালনা করা হয়।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news