ফের বিতর্কে ছাত্রলীগের মাসুদ-দেলোয়ার

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক

১ মে, ২০২২, ১ year আগে

ফের বিতর্কে ছাত্রলীগের মাসুদ-দেলোয়ার

নরসিংদীর মাধবদী থানা ছাত্রলীগের শনিদশা যে কাঁটছে না। একের পর এক অভিযোগ আসছে মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা অপূর্ব ও দেলোয়ার হোসেন শাহীনের বিরুদ্ধে।

সম্প্রতি আমদিয়া ইউনিয়নে একই ইউনিয়নের দুই বার কমিটি করে মাসুদ-দেলোয়ার।রবিবার (৩০ এপ্রিল) দেলোয়ার হোসেন কে সভাপতি ও হেমায়েত হোসেন শাওন কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের আংশিক কমিটি প্রকাশ করে।

এর আগে ৩০ মার্চ ২০২২ একই ইউনিয়নের আরেকটি কমিটি প্রকাশ করে মাসুদ-দেলোয়ার। এক মাসের ব্যবধানে একই ইউনিয়নের দুই কমিটি নিয়ে বেশ সমালোচনার জন্ম দিয়েছে মাধবদী থানা কমিটির দুই শীর্ষ নেতা।

এর আগেও মাসুদ-দেলোয়ারের বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সেলে কমিটি বানিজ্যসহ নানা অপকর্মের ফিরিস্তি জমা পরেছে। জানা গেছে, আমদিয়া ইউনিয়ন কমিটিতে ১০ লাখ টাকা বানিজ্য করেছে বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশ না করার শর্তে আমদিয়া ইউনিয়ন ছাত্রলীগের এক নেতা জানান, নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টুর ইন্ধনে এই কমিটি বানিজ্য করে থাকে মাসুদ-দেলোয়ার। এ ছাড়াও চাঁদাবাজিও করে থাকে মিন্টুর ইন্ধনে। প্রতিমাসে সভাপতি মিন্টু কে মাসোয়ারে দিতে হয় মাসুদ-দেলোয়ারের।

এ দিকে কমিটি প্রকাশের পর থেকে বেশ কয়েকজন কমিটি কে অবৈধ ঘোষনা দিয়ে পদত্যাগ করে বলে জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে। তারা জানান, টাকার বিনিময়ে দেয়া অবৈধ কমিটিতে আমরা থাকব না।

একজন জানান, যে কমিটিতে আমাকে সাধারণ সম্পাদক করার প্রস্তাব করা হয়েছিল তখন আমি অবৈধ পন্থা অবলম্বন করে নেতা চাইনি আর এখন সে কমিটিতে আমাকে না জানিয়ে সহ-সভাপতি করা হয়েছে, হাস্যকর বিষয়।

আরেক ছাত্রনেতা জানান,আমরা এই কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করব। জেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু,মাধবদী থানার সভাপতি সাধারণ সম্পাদক মিলে টাকার বিনিময়ে অবৈধ কমিটি আমরা মানি না।

এ বিষয়ে মাধবদী থানার ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের যোগাযোগ করার চেষ্ঠা করে হলে ব্যর্থ হয় এই প্রতিবেদক। আর জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টুও ফোন ধরেনি। মিন্টুর বিরুদ্ধে সব সময় সাংবাদিকদের এড়িয়ে চলারও অভিযোগ আছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল হক রিমন জানান, আসলে কী বলব, ওদের বেপরোয়া কার্যক্রমের জন্য আমরা কমিটি শোকজ করি। অথচ আমাকে না জানিয়েই তারা ফের কমিটি দিল এবং বিতর্কের সৃষ্ঠি করল। আমি কেন্দ্রীয় ছাত্রলীগ কে অবহিত করেছি ঈদের পর কেন্দ্রীয় ছাত্রলীগ ব্যবস্থা নিবে বলে আমাকে আশ্বস্ত করেছে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news