গাড়ি আছে যাত্রী নেই, ঢাকার রাস্তা ফাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক

১ মে, ২০২২, ১ year আগে

গাড়ি আছে যাত্রী নেই, ঢাকার রাস্তা ফাকা

শিল্পাঞ্চল আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়ক গুলো ফাকা হতে শুরু করেছে। যানবাহনের চাপ না থাকায় স্বস্তিতে আছেন এই সড়কে চলাচলকারীরা।

ব্যস্ততম ঢাকা-আরিচা মহাসড়কে নেই চিরচেনা যানবাহনের চাপ। হাতে গোনা কিছু যানবাহন চলাচল করছে। বদলে গেছে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চিরচেনা রুপ। অন্যদিনের তুলনায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কেও যানবাহন চলাচল স্বাভাবিকভাবে চলছে ।

রবিবার সকাল থেকে সাভার-আশুলিয়ার কোথাও যানজট তৈরি হতে দেখা যায়নি,ঈদের আর মাত্র ১ দিন বাকি। ঈদে ঘরমুখো মানুষ যানজটে ভোগান্তি পোহালেও ঈদের আগের দিন সাভারের সড়ক-মহাসড়কে স্বস্তিতে আছে যাত্রীরা। আশুলিয়ার টঙ্গী-আশুলিয়া-ইপিজেড, ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা মহাসড়কে আজ এমন চিত্রই ছিল।

যানজট এড়াতে ৩০ এপ্রিলের রাতেই ঢাকা ছেড়েছে বেশিরভাগ মানুষ। ভোর থেকে মহাসড়ক ফাঁকা হতে শুরু করে। টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া বাসস্ট্যান্ড থেকে ইউনিক পর্যন্ত প্রায় ১ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

পত্রিকা একাত্তর /মোঃ সোহাগ হাওলাদার

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news