ডোমারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৩ জানুয়ারী, ২০২২, ২ years আগে

ডোমারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা

নীলফামারীর ডোমার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩রা জানুয়ারী) দুপুরে ডোমারের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– নীলফামারীর জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন– ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন– নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মেখলেছুর রহমান (বিপিএম. পিপিএম), জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জায়িদ ইমরুল মোজাক্কিন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোক্তারুজ্জামান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম প্রমুখ।

এসময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আগামী ৫ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। কোনো কেন্দ্রে প্রার্থী বা তাদের সমর্থকগণ মাস্তানি বা অনিয়ম করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রশাসনের সর্বোচ্চ শক্তি দিয়ে দমন করে আইনিপদক্ষেপ নেয়া হবে।

মতবিনিময় সভায় উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৫৫ জন চেয়ারম্যান প্রার্থী, ৩৪৭ জন সাধারণ সদস্য প্রার্থী ও ১৩০ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী উপস্থিত ছিলেন।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news