ইমামের টাকা তোলা নিয়ে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

২৪ এপ্রিল, ২০২২, ২ years আগে

ইমামের টাকা তোলা নিয়ে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত

সিরাজগঞ্জের সলঙ্গায় ইমামের বেতনের টাকা উঠানো কে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনায় খোরশেদ আলম নামের ১ মুসল্লির মৃত্যু হয়।মসজিদের ইমামের বেতনের টাকা উঠানো নিয়ে সংঘর্ষ ও একজন মারা যাওয়ার ঘটনাটি এলাকায় জনগনের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করে।

সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‍্যাব-১২'র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান জানান,

গত ২৩ এপ্রিল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা চকমনোহরপুর মধ্যপাড়া জামে মসজিদের ইমামের বেতনের টাকা উঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিশংস ভাবে প্রতিপক্ষের হামলায় মোঃ খোরশেদ আলম (৫৫) গুরুতর আহত হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন।

মৃত মোঃ খোরশেদ আলম এর পরিবার উক্ত ঘটনায় জড়িত ও হত্যাকারীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এবং র‍্যাব-১২ এর নিকট আসামী আটকের জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১২ এর সদর কোম্পানীর একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্য ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ ধানাধীন ধলজান গ্রাম এলাকা হতে হত্যা মামলার পলাতক মূল আসামীকে ২৪ এপ্রিল রাত ২ ঘটিকার সময় আটক করে।

আটককৃত আসামীঃসিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার চকমনোহরপুর গ্রামের আমজাদ হোসেন সরকারের ছেলে মোঃ আকতার হোসেন(৩৫) পরে আটককৃত আসামী কে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

পত্রিকা একাত্তর /মোঃ শাহাদত হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news