চার চেয়ারম্যান প্রার্থীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা, উৎসবের আমেজ হরিণচড়ায়

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৩ জানুয়ারী, ২০২২, ২ years আগে

চার চেয়ারম্যান প্রার্থীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা, উৎসবের আমেজ হরিণচড়ায়

নীলফামারীর ডোমার উপজেলার ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ই জানুয়ারী। এতে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন– আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত হরিণচড়া ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. রাসেল রানা (নৌকা প্রতিক), তিনবারের নির্বাচিত সদ্য সাবেক চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম (আনারস প্রতিক), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. তৈয়বর রহমান (মোটরসাইকেল প্রতিক) এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. আরিফুর রহমান মিলন (চশমা প্রতিক)।

একই দল থেকে তিন চেয়ারম্যান প্রার্থীর নিজেদের মধ্যেকার প্রতিদ্বন্দ্বিতা যেন সুযোগ দিচ্ছে অপর স্বতন্ত্র প্রার্থীর জয়ের হাতছানি। এমনই ভাবছেন ইউনিয়নের ভোটাররা। চেয়ারম্যান পদে চারজনই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

হরিণচড়ার ৯টি ওয়ার্ডের প্রত্যেক পাড়া-মহল্লায় বিভিন্ন সুরে নির্বাচনী গানের মাইকিংয়ে জমজমাট এলাকাগুলো। এছাড়া প্রার্থী ও প্রার্থীর কর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে প্রার্থীর পক্ষে ভোট কামনা করছেন। উঠোন বৈঠক, মিছিল, পথসভা ও শোডাউনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

তবে, নির্বাচনী প্রচারণার এই কয়েকদিনে নৌকার সমর্থকের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন নৌকা ও স্বতন্ত্র প্রার্থী। ভোটকেন্দ্রে নাশকতা ও সহিংসতার আশংকা করছেন অনেকেই। সর্বোপরি, একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার চান ১০নং হরিণচড়া ইউনিয়নবাসী।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news