বোড়াগাড়িতে চেয়ারম্যান পদে দুই প্রার্থীর দৌঁড়ঝাপ, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আকাঙ্ক্ষা

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৩ জানুয়ারী, ২০২২, ২ years আগে

বোড়াগাড়িতে চেয়ারম্যান পদে দুই প্রার্থীর দৌঁড়ঝাপ, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আকাঙ্ক্ষা

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারীর ডোমার উপজেলার ৭নং বোড়াগাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন দুই জন। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। তাদের হাড্ডাহাড্ডি লড়াই দেখার আকাঙ্ক্ষা করছেন জনগণ।

চেয়ারম্যান পদে দু'জন প্রার্থী হলেন– বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত ডোমার উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোছা. জেবুন্নেছা আখতার জেবা (নৌকা মার্কা) এবং দলীয় মনোনয়ন না পেয়ে ডোমার উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম রিমুন (আনারস মার্কা)।

নৌকা এবং আ'লীগ বিদ্রোহীর লড়াই হাড্ডাহাড্ডি হবে, বলাই শ্রেয়। কেননা, স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম রিমুন সদ্য সাবেক চেয়ারম্যান এবং নৌকার দলীয় প্রার্থী মোছা. জেবুন্নেছা আখতার জেবা বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক সাবেক চেয়ারম্যান ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদের সহধর্মিণী।

প্রচারণার শেষ মুহূর্তে প্রার্থীদের দৌঁড়ঝাপ আরও বেশি বেড়েছে। খুলি বৈঠক, উঠোন বৈঠক, পথসভা, মিছিল, শোডাউনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এতে জমজমাট ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা ইউনিয়ন জুড়ে।

চেয়ারম্যান পদে নৌকা মার্কার প্রার্থী মোছা. জেবুন্নেছা আখতার জেবা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবেচনা করে আমায় নৌকা দিয়েছেন। আশাকরি, ইউনিয়নবাসী নৌকার মর্যাদা রাখবে। যত ষড়যন্ত্রই করা হোক না কেন, সত্যের জয় হবে। রিমুনের আমলে ইউনিয়নবাসী নির্যাতিত, নিপীড়িত ও হয়রানির শিকার হয়েছেন। আমি নির্বাচিত হলে, ইউনিয়নে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে এনে দেশনেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রেখে বোড়াগাড়ি কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।

এদিকে স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম রিমুন বলেন, ষড়যন্ত্র করে আমাকে নৌকার মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। জনগণের প্রবল ইচ্ছা, আস্থা ও ভরসায় আমি দাঁড়িয়েছি। জনগণ চেয়েছে জন্যই আমি নির্বাচনে লড়ছি। আগামী ৫ তারিখ আমাকে পুনঃনির্বাচিত করে বোড়াগাড়ি ইউনিয়নবাসী তাদের ভাগ্য উন্নয়নের অসমাপ্ত কাজ সমাপ্ত করার সুযোগ দিবেন বলে প্রত্যাশা করছি। আমার নেতাকর্মীদের বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন তারা। পরাজিত হওয়ার আশংকা করছে বলেই আমার কর্মীদের ভয় দেখাচ্ছে তারা। এছাড়া বিভিন্ন গুজব, প্রোপাগাণ্ডা ছড়িয়ে ইউনিয়নবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি তাদেরকে শান্তিপূর্ণভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান করছি।

উল্লেখ্য, আগামী ৫ই জানুয়ারী সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বোড়াগাড়ি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে সুন্দর নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা করছেন সকলেই। এছাড়া এই ইউনিয়নের নির্বাচনের দিকে চেয়ে আছেন অন্যান্য এলাকার বাসিন্দারাও।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news