রামপালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন নিহত

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

২১ এপ্রিল, ২০২২, ২ years আগে

রামপালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন নিহত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন নিহত প্রসঙ্গ বাগেরহাটের রামপালে পূর্ব শত্রুতার জেরে বাবা-ছেলের হামলায় মল্লিক দিদারুল আলম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মল্লিক দিদারুল আলম কুমলাই গ্রামের ইউনুস মল্লিকের ছেলে।

বুধবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে রামপাল উপজেলার কুমলাই গ্রামের আঃ সাত্তার মল্লিক ও তার ছেলে আবু বক্কর মল্লিকের মারধর ও দায়ের কোপে গুরুত্বর আহত হয়।

পরে স্থানীয়রা আহত দিদারুলকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এঘটনায় হামলাকারী আঃ সাত্তার মল্লিক(৬৩)কে গ্রেফতার করেছে পুলিশ। আঃ সাত্তার মল্লিকের ছেলে আবু বক্কর ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

স্থানীয় শিক্ষক আবু সাইদ বলেন, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই জমি-জমা ও লেনদেন সংক্রান্ত বিরোধ ছিল। এর আগেও তাদের মধ্যে একাধিকবার কথা কাটাকাটির ঘটনা ঘটেছে।

আজকে তারাবীর নামাজের পরে হঠাৎ আঃ সাত্তার মল্লিক ও তার ছেলে আবু বক্কর মল্লিক দিদারুল এর উপর হামলা করে। এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আঃ সাত্তার মল্লিক ও তার ছেলে আবু বক্কর মল্লিক দিদারুল আলমের উপর হামলা করে।

এতে তিনি মারা যান। রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে বলে জানান ওসি।

ওসি আরো বলেন, আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমরা হামলাকারী আঃ সাত্তারকে গ্রেফতার করেছি, সাত্তারের ছেলে আবু বক্করকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

পত্রিকা একাত্তর /শেখ আবু তালেব

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news