চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ও ফলাফল ঘোষণা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৮ এপ্রিল, ২০২২, ২ years আগে

চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ও ফলাফল ঘোষণা অনুষ্ঠিত

১৯৫৮ সালে প্রতিষ্ঠিত নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ও ফলাফল ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বী ১৪ জন অভিভাবক সদস্য প্রার্থীদের মাঝে মহিলা সদস্য সহ ৫ জন নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৮ই এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নতুন ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে জাঁকজমকপূর্ণভাবে চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষে গণনার পর ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল (রানা)।

এসময় আরও উপস্থিত ছিলেন—চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম, সহকারী প্রিজাইডিং অফিসার এস. এম. হাবিব মর্তুজা, চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদ্য সাবেক সভাপতি তরিকুল আলম ডালিম সহ পোলিং অফিসারগণ।

ফলাফল অনুযায়ী, অভিভাবক সদস্য পদে লিটন ইসলাম, আজম আলী, রশিদুল আলম ও মিজানুর রহমান চৌধুরী সর্বোচ্চ ভোট পেয়ে জয়লাভ করেন। এছাড়া মহিলা অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয়েছেন জিন্নাতুন বেগম।

উল্লেখ্য, সীমান্তবর্তী ইউনিয়ন ভোগডাবুরী ও কেতকীবাড়ীর শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিলেন ১ হাজার ২ শত ১৪ জন। নির্বাচনে অভিভাবক সদস্য পদে পুরুষ ১২ জন ও মহিলা ২ জন অংশগ্রহণ করেন।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news