ডোমারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৮ এপ্রিল, ২০২২, ২ years আগে

ডোমারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা

খাদ্যের সাথে নিষিদ্ধ ঘোষিত শাল্টু, রঙ মিশ্রণ, খোলা লবণ ব্যবহার এবং অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির অপরাধে নীলফামারীর ডোমারে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ই এপ্রিল) সকালে উপজেলার বোড়াগাড়ী বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিতে অভিযান পরিচালনা করেন নীলফামারী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শামসুল হক। এসময় প্রসিকিউটর হিসেবে মামলা দায়ের করেন ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান।

সূত্রমতে জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯এর বিভিন্ন ধারায় খাদ্যে শাল্টু, রঙ মিশ্রণ, লবণ ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির কারণে দুই প্রতিষ্ঠানকে ৩ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news