ডোমারে ভোক্তা অধিকার আইন অবহিতকরণ ও বাস্তবায়ন

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৮ এপ্রিল, ২০২২, ২ years আগে

ডোমারে ভোক্তা অধিকার আইন অবহিতকরণ ও বাস্তবায়ন

নীলফামারীর ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯’ এর অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ই এপ্রিল) সকাল ১১টায় ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনারের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম।

এসময় উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শামসুল আলম, ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান,

ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন, সিনিয়র সহ-সভাপতি আবু ফাত্তাহ্ কামাল পাখী, উপজেলা শাখা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি জাবেদুল ইসলাম সানবীম প্রমূখ।

সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর প্রচার, উদ্দেশ্য সম্পর্কে বিষদ আলোচনা ও অবহিত করা হয়। ভোক্তা অধিকার লঙ্ঘনের কারণে উদ্ভুত বিরোধ নিষ্পত্তি করতেও পরিকল্পনা এবং আইন প্রয়োগ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news