ডোমারে কোরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৫ এপ্রিল, ২০২২, ২ years আগে

ডোমারে কোরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

নীলফামারীর ডোমারে সামাজিক সংগঠন ‘হৃদয়ে ডোমার’ এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে হরিনচড়া ইউনিয়ন শাখার আয়োজনে কোরআন বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ই এপ্রিল) উপজেলার হরিণচড়া ইউনিয়নের পূর্ব হরিণচড়া ফজলুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতারের পূর্বে এক আলোচনা সভা ও কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রাসেল রানা। এতে সভাপতিত্ব করেন—পূর্ব হরিণচড়া ফজলুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি ফিরোজ আল মামুন।

এসময় আরও উপস্থিত ছিলেন—‘হৃদয়ে ডোমার’ এর হরিণচড়া ইউনিয়ন শাখার আহ্বায়ক আল-আমিন সরকার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও ডোমার উপজেলা শাখা বাংলাদেশ প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. সাহিদুল ইসলাম, ডোমার উপজেলা শাখা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর কাদের সরকার ইমরান, মাদ্রাসার সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, রবিউল ইসলাম মিন্টু, ইউপি সদস্য লুৎফর রহমান, আবদুল করিম প্রমূখ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা ও সংগঠনের হরিনচড়া ইউনিয়ন শাখার সকল সদস্যগণ।

পরে, বিশেষ দোয়া পরিচালনা করেন হৃদয়ে ডোমার হরিণচড়া ইউনিয়ন শাখার যুগ্ম-আহ্বায়ক ও হরিনচড়া ইউনিয়নের কাজী আব্দুল মালেক। শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

উল্লেখ্য, ‘হৃদয়ে ডোমার’ সামাজিক সংগঠন শুধু নীলফামারী জেলার ডোমার উপজেলায় নয় দেশের অনেক বিভাগ, জেলা ও উপজেলায় সামাজিক কার্য সম্পাদন করে আসছে। ইতিমধ্যে হৃদয়ে ডোমার অনেক সম্মাননা পুরস্কার ও সনদ অর্জন করেছে। হৃদয়ে ডোমারের প্রতিষ্ঠাতা জনাব সুজন হাসান (শর্ত) পরপর তিন বছর দেশের সেরা ব্লাড ডোনার অর্গানাইজার হিসেবে ভূষিত হয়।

হৃদয়ে ডোমারের প্রতিষ্ঠাতা সুজন হাসান শর্ত ফোনালাপের মাধ্যমে জানান, তিনি সারা জীবন ডোমারবাসীর পাশে থাকতে চায় হৃদয়ে ডোমারের প্রতিষ্ঠাতা হিসেবে নয় একজন প্রতিনিধি হিসেবে। শুধু হৃদয়ে ডোমার নয় দেশের সকল সামাজিক সংগঠনকে আরোও ভালোভাবে সাধারণ জনগনের পাশে থাকতে হবে। তিনি আরোও বলেন, ভালো জিনিসের কপি বা নকল হয় খারাপের নয়।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news