ডোমারে আল্লামা আফেন্দী’র খাদ্য সামগ্রী বিতরণ

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৪ এপ্রিল, ২০২২, ২ years আগে

ডোমারে আল্লামা আফেন্দী’র খাদ্য সামগ্রী বিতরণ
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে তিন শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী’র পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ই এপ্রিল) সকাল ১১টায় উপজেলার সোনারায়ে আফেন্দী সাহেবের ছোট ভাই আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম মুন’র সার্বিক ব্যবস্থাপনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন—জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

এসময় উপস্থিত ছিলেন—জমিয়তের ডোমার-ডিমলা সমন্বয়ক গোলাম আরশাদ, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ফজলুর রহমান, সহ-সভাপতি মাওলানা খতিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আকরামুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক মুফতী মাহমুদ বিন আলম, মাওলানা মহিউদ্দিন, মাওলানা আব্দুল আহাদ, যুব জমিয়ত নেতা জাহিদুল ইসলাম, ডোমার ছাত্র জমিয়তের সভাপতি রাজু রুহানী, শিক্ষক তাজুল ইসলাম, মাওলানা আব্দুর রাকীব, গোলাম ফারুক, আমজাদ হোসেন প্রমূখ।

খাদ্য সামগ্রী হিসেবে চাল, আটা, আলু, পেঁয়াজ, চিনি, মসুর ডাল, ছোলা বুট, সয়াবিন তেল, লবন ও নগদ অর্থ প্যাকেজ আকারে বিতরণ করা হয়।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news