দৌলতখানে বিপুল পরিমাণ জাটকা ইলিশ জব্দ

ভোলা জেলা প্রতিনিধি

১৩ এপ্রিল, ২০২২, ২ years আগে

দৌলতখানে বিপুল পরিমাণ জাটকা ইলিশ জব্দ

ভোলার দৌলতখানে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনার অভয়াশ্রম এলাকায় মাছ ক্রয় করার অপরাধে বিপুল পরিমাণে ছোট জাটক ইলিশ, মশারি জাল ও একটি ট্রলার আটক করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।

বুধবার দুপুর বারোটার সময় দৌলতখান চরপাতার রিপন মিয়ার ঘাটে এই অভিযান পরিচালনা করেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি নিষেধাজ্ঞা সফল করতে দৌলতখানের মেঘনার অভয়াশ্রম এলাকার বিভিন্ন পয়েন্টে প্রতিদিন অভিযান পরিচালনা করা হয়। তারই সুবাধে আজ আমরা গোপন সূত্রের ভিত্তিতে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তারেক হাওলাদার এর নির্দেশে এই অভিযান চালাই এবং বিপুল পরিমাণে ছোট জাটকা ইলিশ, কয়েক'শো কিলোমিটার মশারি জাল এবং একটি নৌকা জব্দ করছি। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয় এবং জব্দ করা মাছ এতিমখানা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বন্টন করে দেওয়া হয়।

৩০ এপ্রিল পর্যন্ত মেঘনার অভয়াশ্রম এলাকায় এসব অভিযান অব্যাহত থাকবে।

পত্রিকা একাত্তর/ নিয়াজ মাহমুদ জয়

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news