ভোলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২

ভোলা জেলা প্রতিনিধি

১৩ এপ্রিল, ২০২২, ২ years আগে

ভোলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

ভোলার রাজাপুর ইউনিয়নে পরাজিত মেম্বারপ্রাথী কবির ও রানিং মেম্বার হেলাল গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে দুজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১০ জন। তাদের মধ্যে গুলিবিদ্ধ ২ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ক্লোজার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে হেলাল মেম্বার ও পরাজিত মেম্বার কবির গ্রুপের সঙ্গে সংঘর্ষ লেগেই আছে। এরই জেরে বুধবার সকালে ক্লোজার বাজারে দুই গ্রুপের মুখোমুখি সংঘর্ষ হয়। তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও গোলাগুলি শুরু হয়। এতে করে হেলাল মেম্বার গ্রুপের লোকজনের গুলির আঘাতে কবির গ্রুপের দুজন গুলিবিদ্ধ হয়। আহত হয় আরও ১০ জন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখনও ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পত্রিকা একাত্তর/নিয়াজ মাহমুদ জয়

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news