কক্সবাজারের উখিয়া উপজেলায় র‍্যাব-১৫ কক্সবাজার অভিযান চালিয়ে ২ মহিলা ইয়াবা কারবারিকে ৪০ হাজার ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়েছে। 

০১ জানুয়ারি (শনিবার) দুপুর ১২ টায় উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ক্যাম্প-১১ সিআইসি অফিস সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে ইয়াবাসহ আটক ২ মহিলা হল টেকনাফ হোয়াইক্যং উনচিপ্রাং ক্যাম্প ২২ এর ব্লক-এ/২ এর বাসিন্দা মৃত সৈদ হোসনের স্ত্রী খতিজা বেগম (৫০) ও শফিউল্লাহ কাটা এলাকার ক্যাম্প-১৬ এর ব্লক-এ/৫ এর বাসিন্দা আলী আহম্মদের স্ত্রী ফাতেমা আক্তার (২৭)।

 র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো: আবু সালাম চৌধুরী অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ইয়াবা ক্রয়-বিক্রয় চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব'র একটি চৌকষ টিম উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ক্যাম্প-১১ সিআইসি অফিস এর পাশে অভিযান পরিচালনা করে উক্ত দুই রোহিঙ্গা মহিলাকে আটক করা হয়। পরবর্তীতে তাদের কাছে থাকা হাত ব্যাগ তল্লাশি করে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। 

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসবাদে ধৃত মহিলারা জানায় যে তারা দীর্ঘ দিন ধরে ইয়াবার সাথে জড়িত আছে।

আটককৃত দুই রোহিঙ্গা মহিলার বিরুদ্ধে আনইগত ব্যবস্থা নিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

">

র‍্যাবের অভিযানে ইয়াবাসহ ২ রোহিঙ্গা মহিলা আটক

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২ জানুয়ারী, ২০২২, ২ years আগে

র‍্যাবের অভিযানে ইয়াবাসহ ২ রোহিঙ্গা মহিলা আটক

কক্সবাজারের উখিয়া উপজেলায় র‍্যাব-১৫ কক্সবাজার অভিযান চালিয়ে ২ মহিলা ইয়াবা কারবারিকে ৪০ হাজার ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়েছে।

০১ জানুয়ারি (শনিবার) দুপুর ১২ টায় উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ক্যাম্প-১১ সিআইসি অফিস সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ইয়াবাসহ আটক ২ মহিলা হল টেকনাফ হোয়াইক্যং উনচিপ্রাং ক্যাম্প ২২ এর ব্লক-এ/২ এর বাসিন্দা মৃত সৈদ হোসনের স্ত্রী খতিজা বেগম (৫০) ও শফিউল্লাহ কাটা এলাকার ক্যাম্প-১৬ এর ব্লক-এ/৫ এর বাসিন্দা আলী আহম্মদের স্ত্রী ফাতেমা আক্তার (২৭)।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো: আবু সালাম চৌধুরী অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ইয়াবা ক্রয়-বিক্রয় চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব'র একটি চৌকষ টিম উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ক্যাম্প-১১ সিআইসি অফিস এর পাশে অভিযান পরিচালনা করে উক্ত দুই রোহিঙ্গা মহিলাকে আটক করা হয়। পরবর্তীতে তাদের কাছে থাকা হাত ব্যাগ তল্লাশি করে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসবাদে ধৃত মহিলারা জানায় যে তারা দীর্ঘ দিন ধরে ইয়াবার সাথে জড়িত আছে।

আটককৃত দুই রোহিঙ্গা মহিলার বিরুদ্ধে আনইগত ব্যবস্থা নিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news